![](https://static.wixstatic.com/media/be55dd_0213f50dc3274ae1b43ebcff618ad21a~mv2.jpeg/v1/fill/w_980,h_735,al_c,q_85,usm_0.66_1.00_0.01,enc_auto/be55dd_0213f50dc3274ae1b43ebcff618ad21a~mv2.jpeg)
PRAGNYA GHOSH
Pragnya's world is a symphony of two distinct melodies. One is in touch with the rhythmic flow of Bengali prose, and the other melody, rich and decadent, wafted from her kitchen, where she experiments with cocoa beans, churning out delectable chocolates that were a feast for the senses.
Being a student comes with its demands, with textbooks often competing with notebooks filled with Bengali poetry and short stories. But amidst the academic hustle, Shreya found solace in the sweet escape of chocolate making. It was a world of precision and creativity, where she meticulously measured ingredients and tempered chocolate, all the while dreaming up whimsical flavours inspired by her literary pursuits.
Her journey is not just about chocolates or her writing but also about carving a space for her unique voice. Her beautifully crafted chocolates became a canvas for her Bengali verses, each box a testament to the confluence of her passions. Her journey is a reminder that creativity knows no bounds and that sometimes, the sweetest stories are told not just in words, but in the language of taste.
বাংলার কথা
মা-এর গন্ধে ভরা সুন্দর এ দেশ,
জাতি ধর্ম নির্বশেষে সবাই আছে বেশ।
রবির ,লেখায় আছে বাঙালির সুখ,
জীবনানন্দ লেখেন বাংলার এ রূপ।
নেতাজি জন্মে এ দেশের বুকে,
তাই হয়তো বাঙালি আজ বড্ডো সুখে আছে।
বিদ্যাসাগর জন্ম নিল গড়লো নারীর জীবন,
রামমোহনের হাতে হলো সতীদাহ নিধন।
জগদীশের জন্ম হওয়ায় ধন্য বঙ্গভূমি,
কাদম্বিনী আজ নাকি নারী শিক্ষার রাণী।
আরো অনেক প্রতিভার এ,দেশে আছি,
একতা মিলিয়ে সবে গর্বে বাঁচি।
সবুজ মাঠের দিকে চেয়ে চেয়ে ভাবি
বাংলার বুক যেনো ভিঞ্চির ছবি।
নব ভাবে নব রূপে দেয় সে দেখা,
যত বলি তত কম বাংলার এ কথা।
…...........................................................
তোমার সাথে...
তোমার সাথে ভিক্টোরিয়া,
মাটির ভাড় এ গরম চা।
তোমার সাথে ময়দানেতে,
জমিয়ে দেবো আড্ডাটা।
তোমার সাথে মহরকুঞ্জ,
ভোরের বেলায় হাত ধরে।
তোমার সাথে বিকেল বেলায়,
ভাসবো নাও এ গঙ্গা তে।
তোমার সাথে ফুচকা খাবো ,
ঘুরবো পুজোর দিন গুলোয়।
তোমার সাথে ঘুরবো রাতে,
কলকাতার এই পথ গুলোয়।
তোমার সাথে যাবো আমি,
বইপাড়াতে বই নিতে।
তোমার সাথে চড়বো ট্রামে,
বৃষ্টিদিনের সন্ধ্যাতে।
তোমার প্রেমে পড়বো আমি ,
প্রতিক্ষণ আর মুহূর্তে ।
তোমার সাথে সব গল্প,
বলবো অনেক ভরসাতে।
CHECK HER INSTAGRAM
YOUTUBE INTERVIEW
Comments